বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত
বগুড়া: বগুড়ার মোকামতলায় সড়ক দুর্ঘটনায় মাদরাসার উপাধ্যক্ষ ও তার স্ত্রী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে আটটায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
শিবগঞ্জ উপজেলার দেউলী মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা গোলাম মোস্তফা (৫৫) এবং তার স্ত্রী জায়েদা বেগম (৫২)) মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় বিহারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বগুড়া থেকে গাইবান্ধাগামী বাসের চাপায় স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে তারা দুজনই মারা যান। তাদের বাড়ি মোকামতলার দেউলী ইউনিয়নের বিহারপুর গ্রামে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সানোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা গেলেও বাসটি দ্রুত পালিয়ে যায়। নিহতদের লাশ গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।