বগুড়ায় আওয়ামী লীগ ২, বিএনপি ২

30/01/2021 10:23 pmViews: 3

বগুড়ায় আওয়ামী লীগ ২, বিএনপি ২

বগুড়া জেলায় শনিবার পাঁচটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচনী কর্মকর্তারা। বেসরকারি ফলাফলে দুই পৌরসভায় ধানের শীষ, দু’টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে।

এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট প্রদান করেছেন ভোটাররা।

এর মধ্যে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র মতিয়ার রহমান মতিন অনিয়ম, কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করে সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন। জেলার অপর চার পৌরসভা ধুনট, গাবতলী, কাহালু ও নন্দীগ্রামে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। ভোট শেষে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন।

কাহালু পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নান (ধানের শীষ) ৫ হাজার ৩৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত বর্তমান মেয়র সাইফুল ইসলাম (ধানের শীষ) পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭ হাজার ৯০০ ভোট। শিবগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত তৌহিদুর রহমান মানিক (নৌকা) নির্বাচিত হয়েছেন।

নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত আনিসুর রহমান (নৌকা) মেয়র নির্বাচিত হয়েছেন। ধুনট পৌরসভায় বর্তমান মেয়র আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ (জগ প্রতীক) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯০২ ভোট। নিকটতম আ’লীগ মনোনীত টি আই এম নুরুন্নবী তারিক (নৌকা) পেয়েছেন দুই হাজার ৯৩২ ভোট এবং বিএনপি মনোনীত সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল (ধানের শীষ) পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট।

Leave a Reply