বই মেলায় “মরিয়ম জাহান “এর নতুন দুই বইয়ের মোড়ক উন্মোচন “

11/02/2023 10:58 pmViews: 6

মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার, ঢাকা : “পড়ি বই গড়ি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে ১লা ফেব্রুয়ারী হতে শুরু হয়েছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বই মেলা -২০২৩, বই মেলায় প্রবীণ লেখকদের পাশাপাশি তরুণ উদিয়মান লেখকদেরও বই প্রকাশিত হচ্ছে নিয়মিতভাবে।

তারই ধারাবাহিকতায় সাহিত্যদেশ প্রকাশনী হতে তরুণ লেখিকা মরিয়ম জাহানের ” শেষ অধ্যায়ের প্রতিশ্রুতি অক্ষুন্ন রেখো ও কাঙ্ক্ষিত প্রতুষের প্রতিক্ষায় ” শিরোনামে নতুন দুই বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে গতকাল ১০ ই ফেব্রুয়ারী বিকেলে স্টল প্রাঙ্গণে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক, প্রকাশক, পাঠক ও লেখিকার বন্ধুমহলের ব্যাপক উপস্থিতিতে সময় কাটলো অটোগ্রাফ ও শুভেচ্ছা বিনিময়ে।পাশাপাশি উল্লেখযোগ্য পাঠকও কিনেছে বই।

“যে রাঁধে সে চুলও বাঁধে “আমাদের চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় শত প্রতিকুলতার মধ্যেও নারীরা এগিয়ে যাচ্ছে শিক্ষা -সংস্কৃতি ও অর্থনৈতিক অগ্রগতির পরিমন্ডলে। বেগম রোকেয়া সাখাওয়াত, জাহানারা ইমাম, সুফিয়া কামালদের উওোরশরী হয়ে মরিয়ম জাহানের মতো তরুণ লেখকরাও এগিয়ে যাচ্ছে সমান তালে।

ইতিহাস ঐতিহ্যে ‘র শহর ফেনী ‘তে জন্মগ্রহণ করলেও শিশু কাল, কৈশোর লেখাপড়া ও কর্মজীবনের শুরু সবকিছুই ঢাকার এলিফ্যান্ট রোডে ‘র বাসা থেকেই। হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ থেকে এমএ সম্পন্ন করেন মরিয়ম জাহান ।

মিডিয়ার সাথে আলাপকালে তিনি বলেন, পারিবারিক পরিবেশ থেকেই আমার লেখা-লেখির হাতে খড়ি। বড় ভাই কবি মরহুম জাবেদ সারোয়ার (ছদ্মনাম ছিলো বিহায়ন মেঘোড়ম্মরম)এর কাছ থেকে। পরিবার কখনো আমার শিক্ষা -সংস্কৃতি চর্চায় বাধা দেয়নি। আমি মনে করি আমাদের প্রতিটা পরিবার যদি ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান সুযোগ দেয় ও পরিচর্যা করে তাহলে প্রতিটা নারী ‘ই ব্যক্তিজীবন ও কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে।

মানব প্রেম, সম্পর্ক, স্নেহ ভালোবাসা, হৃদয়ের একান্ত আবেগ অনুভূতি প্রকাশ পায় মরিয়ম জাহানের লেখায় ।মরিয়ম জাহানের কাব্যগ্রন্থ প্রকাশিত হচ্ছে “রাজকথা “সিরিজ নামে।এ সিরিজের তৃতীয় বই “শেষ অধ্যায়ের প্রতিশ্রুতি অক্ষুন্ন রেখো “।
“আজ লেখিকার জন্মদিন “,,

Leave a Reply