বই মেলায় কথা শিল্পী নাজনীনের প্রথম বই ‘ছিন্নডানার ফড়িঙ’
বইটি সম্পর্কে বলতে গিয়ে নাজনীন বলেন,ছিন্নডানার ফড়িঙ মূলত ডানাছেঁড়া এক নারীর জীবন যুদ্ধের আখ্যান। গ্রন্থের কেন্দ্রিয় চরিত্র মিথিলার দুঃস্বপ্ন দিয়ে যে গ্রন্থের শুরু এবং তারই অনাগত ভবিষ্যৎ স্বপ্ন রচনার মধ্য দিয়ে যার শেষ। এই স্বপ্নও গতানুগতিক কোন সুখ স্বপ্ন নয়, এই স্বপ্ন মূলত আরো অনেক যুদ্ধের প্রস্তুতি ও মোকাবেলার।
মিথিলা, সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণি থেকে উঠে আসা এক নারী, যে শহরের কোলাহলে থেকেও তা থেকে বিচ্ছিন্ন, জীবনের মধ্যে থেকেও চরম একাকিত্ব ও হতাশা যাকে আঁকড়ে থাকে আষ্টেপৃষ্টে। কিন্তু কেন এই বিচ্ছিন্নতা তার? কেন এই হতাশা ও একাকিত্ব? নাগরিক জীবন ছেড়ে মিথিলার ছোটবেলায় ফিরলে ধীরে ধীরে এ প্রশ্নটির উত্তর মেলে; মেলে তার মধ্যে চলতে থাকা অদ্ভুত মনস্তাত্ত্বিক দ্বন্দের ব্যাখ্যাও।
খুব ছোটবেলায় মাকে হারানো মিথিলার শৈশব, কৈশোর কেটেছে নিদারুণ একাকিত্ব আর অনাদরের মধ্যে। সৎ মায়ের কাছে বেড়ে ওঠা মিথিলার বড় ভাইবোনেরা নিজেদের নিয়েই ছিলেন ব্যস্ত, মাতোয়ারা। ছোট্ট মেয়েটির মনোজগতে যে শূন্যতা তা চোখে পড়েনি কারো। নিজের মনে বেড়ে ওঠা মেয়েটি একসময় ঝুঁকে পড়ে বইয়ের দিকে। বই পড়তে পড়তে জগৎটা একসময় তার কাছে হয়ে ওঠে দারুণ স্বপ্নময়। কল্পনার জগতে ভাসতে থাকে সে। বাস্তব জগৎটা তার কাছে খুব অসুন্দর আর অদ্ভুত মনে হয়। সে তাই বইয়ের জগতে খোঁজে বাঁচার প্রেরণা, খোঁজে কল্পনার অনুসঙ্গ।
বইটি পাওয়া যাচ্ছে লিটিল ম্যাগ চত্বর, দাঁড়কাক,স্টল নং ২৯। বইটির প্রচ্ছদ করেছেন সঞ্জিব পুরোহিত, বইটির মূল্য ২৫০ টাকা।