বই মেলার সময় বেড়েছে
25/02/2015 10:17 pmViews: 7
অবরোধ-হরতালের মধ্যে চলমান একুশের বইমেলার দিন না বাড়ালেও এখন থেকে বাকি দিনগুলোতে মেলা বেশি সময়ের জন্য খোলা থাকবে।
বুধবার রাতে একাডেমির উপপরিচালক মুর্শিদুদ্দিন আহম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর কথা জানান।
বৃহস্পতিবার থেকে বেলা ৩টার পরিবর্তে ২টা থেকেই দর্শনার্থীদের জন্য মেলার ফটক খুলবে। রাত সাড়ে ৮টার পরিবর্তে মেলা চলবে ৯টা পর্যন্ত।
শেষের দুই দিন (শুক্র ও শনিবার) সরকারি ছুটি থাকায় সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
হরতাল-অবরোধকে কারণ দেখিয়ে এর আগে প্রকাশকরা মার্চ মাসেও কয়েক দিনের জন্য মেলা চালানোর অনুমোদন চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি।
একাডেমির পরিচালক মো. হাসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টল মালিকরা অনুরোধ করলেও মেলার সময় বাড়ানো হবে না। নির্ধারিত দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারিতে অমর একুশে গ্রন্থমেলা শেষ হবে।”