ফ্লোরিডায় নাইট ক্লাবে গুলি, নিহত ২, আহত ১৭

25/07/2016 5:25 pmViews: 12

ফ্লোরিডায় নাইট ক্লাবে গুলি, নিহত ২, আহত ১৭

 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইটক্লাবে গুলিতে নিহত হয়েছে কমপক্ষে ২ জন। আহত হয়েছে ১৭ জন। রোববার মধ্যরাতের সামান্য পরেই ফোর্ট মেয়ারে ক্লাব ব্লুতে গুলি শুরু হয়। তবে এটা কোন সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। খবরে বলা হয়েছে, ওই ক্লাবে টিনেজারদের জন্য ‘টিন নাইট’ আয়োজন করা হয়েছিল। অকস্মাৎ সেখানে গোলাগুলি শুরু হয়। মূলত সেখানে যাদের বয়স ১৩ বছর বা তার কাছাকাছি টার্গেট করা হয়েছে তাদেরকে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কমপক্ষে ৩০টি গুলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে জড়িত দু’জন অস্ত্রধারী। সন্দেহজনকভাবে একজনকে আটক করা হয়েছে। আরেকজন পালিয়ে গেলে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখতে পায় আহত অনেক মানুষ রক্তের মধ্যে পড়ে আছে। তাদের অনেকের অবস্থা গুরুত্বর। পুলিশ মনে করছে এ ঘটনার সঙ্গে একটি বাড়ি ও একটি গাড়ি সম্পৃক্ত। কয়েক সপ্তাহের মধ্যে এটা ফ্লোরিডায় দ্বিতীয় গোলাগুলির ঘটনা। জুনে অরল্যান্ডোতে সমকামীদের এক নৈশক্লাবে হামলা করে এক অস্ত্রধারী হত্যা করে ৪৯ জনকে। সেটা যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ হামলা।

Leave a Reply