ফ্রান্সের প্রেসিডেন্টের সমালোচনা করা যাবে

26/07/2013 7:21 amViews: 11

sarkozy20130725233908ঢাকা: এখন নিজের প্রেসিডেন্টকে ইচ্ছেমতো কড়া কথা শুনিয়ে দিতে পারবেন ফরাসিরা। প্রেসিডেন্টের সমালোচনা করলে আর তারা অপরাধমামলায় জড়াবেন না, তাদের গুণতে হবে না অর্থ জরিমান।

এ জন্য ১৮৮১ সালের একটি আইন সংশোধন করেছে দেশটির সরকার। ওই আইনে রাষ্ট্রপ্রধানের সমালোচনা নিষিদ্ধ ছিল। ওই আইনের আওতায় প্রেসিডেন্টের সমালোচনাকারীর বিরুদ্ধে ‍অপরাধের অভিযোগ আনতে ও ক্ষেত্রভেদে সর্বোচ্চ ৪৫ হাজার ইউরো জরিমানা করতে পারত সরকারপক্ষ।

মতপ্রকাশের স্বাধীনতা প্রসারিত করতে পুরোনো আইনটি সংশোধন করা হয়েছে।

নিকোলাস সারকোজিকে প্রেসিডেন্ট থাকাকালে তার এক সফরের প্রতিবাদে একটি পোস্টার ধরে রাখার কারণে এক ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। কিন্তু গত মার্চে এক আদালত নির্দেশ দেয়, ফ্রান্স মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করেছে।

২০০৮ সালে দেশের পশ্চিমাঞ্চলে লাভালে সরকারি সফরে সারকোজি গাড়ীবহর নিয়ে যাওয়ার সময় ৬১ বছর বয়সী হার্ভে এন প্রতিবাদ জানায়। বামপন্থি হার্ভের হাতে থাকা এ ফোর সাইজের ওই কাগজে সারকোজির নাম ছিলনা কিন্তু লেখা ছিল ‘চলে যাও’।

পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। রাষ্ট্রপ্রধানকে ‘অসম্মান’ করায় তাকে তার প্রতীকী জরিমানা করা হয় ৩০ ইউরো। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

নতুন আইনের কারণে এখন এমপি, মন্ত্রীদের কাতারভুক্ত হবেন প্রেসিডেন্ট। এমপি-মন্ত্রীদের সমালোচনা করতে পারেন ফরাসিরা।

Leave a Reply