ফোনে সালাহউদ্দিন- আমি বেঁচে আছি,

12/05/2015 5:39 pmViews: 5

ফোনে সালাহউদ্দিন-

আমি বেঁচে আছি, সবাইকে জানিয়ে দাও

 

আমি বেঁচে আছি। সবাইকে জানিয়ে দাও। মেঘালয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্ত্রী হাসিনা আহমেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় এমনটিই জানিয়েছেন। তাকে উদ্ধারে পরিবারের সদস্যরা মেঘালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন, হাসিনা আহমেদ। দুপুরের পরে গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে হাসিনা আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ইনশাআল্লাহ আমার স্বামী বেঁচে আছে। তিনি মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা তার কাছে অতিদ্রুদততম সময়ে যাওয়ার চেষ্টা করছি। তিনি বলেন, হঠাৎ টেলিফোনটি আসে ভারতের মেগালয় থেকে। হাসপাতালের কর্তৃপক্ষের একজন মহিলা কর্মকর্তার তাকে বলেন, আপনার স্বামী আপনার সঙ্গে কথা বলতে চান। হাসিনা এই সময়ে বলেন, আমি উনার মিসেস বলছি। এরপরই ওই পাশের টেলিফোনে অসুস্থ সালাহউদ্দিন আহমেদ কন্ঠ ভেসে আসে। কেমন আছো হাসিনা । আমি সালাহউদ্দিন বলছি। আমি বেঁচে আছি। আমাকে এখানে ফেলে গেছে। তিনি জানান, তার স্বামী মেঘালয়ের শিলংয়ের মিমহান্স মেন্টাল হসপিটালে ভর্তি আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি জানাচ্ছি, ইনশাআল্লাহ আমার স্বামী বেঁচে আছেন।আমার স্বামীর সন্ধান পাওয়ায় আমি দেশবাসী, বিএনপিসহ ২০ দলীয় জোট, সকল রাজনৈতিক দল ও গণমাধ্যমের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করছি। আপনি কি সালাহউদ্দিন আহমেদের কন্ঠ নিশ্চিত হয়েছেন- এমন প্রশ্নে হাসিনা বলেন, আমি আমার স্বামীর কন্ঠ চিনি।

Leave a Reply