ফেসবুকের ফেস বদল, জানেন কি?
দূরদেশ ডেস্ক •
অনেকেই বলেন, ২০১৩ সাল ছিল পরিবর্তনের বছর। বিশ্ব রাজনীতি থেকে শুরু করে প্রযুক্তি-বাণিজ্য অনেক বদলে গেছে। আবার অনেকে বলছেন, বছরটি ছিল বিশ্বের বাঘা বাঘা কোম্পানিগুলোর লোগো পরিবর্তনের বছর।
বিশেষত, প্রযুক্তিভিত্তিক বড় বড় কোম্পানিগুলো তাদের পুরোনো লোগো বদলে নতুন লোগো ধারণ করেছে। ‘ইমেজ মেকওভারের মেকআপ’ই ছিল এই লোগো পরিবর্তনের মূলকথা। সেকারণে ২০১৩ সালের মতো এতো লোগো পরিবর্তন এর আগে হয়নি।
সবচেয়ে বিস্ময়কর হল, এত এত লোগো পরিবর্তন হল, কিন্তু কজনে রেখেছে তার খবর। ফেসবুকের মত বিশ্বব্যাপী এত বিপুল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির লোগো পরিবর্তন হয়ে গেল, অথচ অনেকেই তা জানেন না।
২০১৩ সালের এপ্রিলের শেষের দিকে ফেসবুক কর্তৃপক্ষ তাদের লোগো এই পরিবর্তন করে ফেলে। কিন্তু অবাক করা কথা হল যখন ফেসবুক ব্যবহারকারীদের লোগো পরিবর্তনের কথা জিজ্ঞাসা করা হল, সবাই মাথা দু দিকে নাড়িয়ে একদম না বলে দেন।
আজব ব্যাপার হল, বিশ্বের ৭০ শতাংশ নিয়মিত ফেসবুকব্যবহারকারীই বলেছেন, “না ঠিক জানি না তো।”
অবশ্য এমন সমীক্ষার পর কিছুটা হতাশ ফেসবুক কর্তৃপক্ষ। মার্ক জুকারব্যাগের কোম্পানির লোকেরা বলছেন, এত টাকা খরচ করে লোগো চেঞ্জ করে তাহলে লাভ কি হল!
মূলত নিজেদের ব্র্যান্ডকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য লোগো পরিবর্তনের প্রয়োজন হয়। বাজারে নতুনভাবে আসার জন্য অনেকই পুরো বদলে ফেলেন লোগোকে।
ফেসবুক অবশ্য সে পথে হাঁটেনি। লোগোর নিচের দিকে সামান্য কিছু পরিবর্তন করা হয়। সহজ ভাষায় বিপণন বিশেষজ্ঞরা বলেন লোগোর পোশাকে জুতোর ফিতে খোলা।