ফের হাসপাতালে সালাহ উদ্দিন
২৮ মে, ২০১৫
বুকে ব্যথা অনুভব করায় আদালতের নির্দেশনায় সালাহ উদ্দিনের স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগার থেকে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধি রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (নেগ্রিমস) নেয়া হয়েছে।
মঙ্গলবার সালাহ উদ্দিন আহমেদকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে বুধবার তাকে আদালতে হাজির করা হয়।
পরে পুলিশ হেফাজত থেকে সালাহ উদ্দিন আহমেদকে দুই সপ্তাহের জন্য বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। পরে সালাহ উদ্দিন বুকে ব্যথা থাকার কথা জানালে তাকে কারাগারে পাঠানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে পুলিশকে নির্দেশ দেন বিচারক।
দুই সপ্তাহ পর তাকে আবারও আদালতে হাজির করা হবে।
এদিকে সালাহ উদ্দিনের উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রী হাসিনা আহমেদের জামিনের আবেদনের বিষয়ে আগামীকাল ২৯ মে পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। সালাহ উদ্দিনের আইনজীবী এসপি মহান্ত ও শিলংয়ের স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ১১ মে মেঘালয়ের শিলংয়ে সালাহ উদ্দিনের সন্ধান মেলে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হয়। পরের দিন তাকে স্থানীয় একটি মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পাঠানো হয় সিলং সিভিল হাসপাতালে। ২০ মে পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তার কিডনিতে পাথর ধরা পড়াসহ বেশকিছু জটিলতার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মঙ্গলবার সালাহ উদ্দিনের জন্য গঠিত মেডিকেল বোর্ড পরীক্ষাগুলো দেখে তাকে ছাড়পত্র দেন।