ফের গুগল সার্চে এক নম্বরে সানি লিওন

17/12/2015 4:10 pmViews: 5
ফের গুগল সার্চে এক নম্বরে সানি লিওন

 

তিন বছর আগে ভারতে পা রাখা ইন্দো কানাডিয়ান সানি লিওন আরো একবার গুগল সার্চের মোস্ট সার্চড সেলিব্রিটি হয়েছেন। এতো তাড়াতাড়ি বেবি ডল খ্যাত এ তারকা সবার মন জয় করতে পেরে ভারতের সব দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, আমি ভাবতেও পারিনি আবারও গুগল সার্চে এক নম্বর হবো আমি। এজন্য ভারতেরে সবাইকে ধন্যবাদ। লাভ ইউ ভারত।

চলতি মাসেই তার ডাবল রোলে অভিনিত সিনেমা মাস্তিজাদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে একই দিনে হেট স্টোরি থ্রি মুক্তির দিন নির্ধারণ করায় তা পিছিয়ে আগামী বছরের জানুয়ারি মাসে নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply