ফের উত্তাল জাবি: মঙ্গলবার থেকে ধর্মঘট-কর্মবিরতি
জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে শিক্ষক সমিতির ১৩ দিনের আল্টিমেটাম শেষে মঙ্গলবার থেকে ফের অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘট ও কর্মবিরতি শুরু হচ্ছে। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন বর্তমানকে এ তথ্য জানিয়েছেন।
গত ৯ অক্টোবর উপাচার্য কর্তৃক দুই শিক্ষক লাঞ্ছিত ও শিক্ষকদের ওপর শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনায় এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেছিল শিক্ষক সমিতি। ঈদ ও পূজার ছুটি শেষে মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হচ্ছে। কিন্তু প্রশাসনিক কোনো কর্মকাণ্ডে অংশ নেবে না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে পদত্যাগ করতে রবিবার পর্যন্ত সময় বেধে দিয়েছিল শিক্ষক সমিতি। তিনি পদত্যাগ না করায় মঙ্গলবার থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি বহাল রেখেছে শিক্ষক সমিতি।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন জানান, উপাচার্য ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক শিক্ষকদের ওপর হামলার ঘটনায় শিক্ষক সমিতি বাধ্য হয়ে এ কর্মসূচি দিয়েছে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হবে।
তিনি জানান, শিক্ষকদের ধর্মঘট চলাকালে কোনো ধরনের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এছাড়া পরিবহণ ব্যবস্থাও ধর্মঘটের আওতাভুক্ত থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদকেঅনুরোধ জানিয়ে অধ্যাপক আনোয়ার হোসেনকে জাবি থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করে শিক্ষক সমিতি