ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের লাদাখ সীমান্ত। দাবি করা হচ্ছে, চীনা সেনারা সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা করেছেন। যদিও ভারত বলছে, তাদের সেনাবাহিনী চীনের সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তবে ইতিমধ্যেই লাদাখে জে -২০ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে সীমান্তে মোতায়েন করেছে চীন।

01/09/2020 11:29 amViews: 4

লাদাখে ফের জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করলো চীন

লাদাখে ফের জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করলো চীন

লাদাখে জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন।

ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের লাদাখ সীমান্ত। দাবি করা হচ্ছে, চীনা সেনারা সীমান্ত লঙ্ঘন করার চেষ্টা করেছেন। যদিও ভারত বলছে, তাদের সেনাবাহিনী চীনের সে চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তবে ইতিমধ্যেই লাদাখে জে -২০ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে সীমান্তে মোতায়েন করেছে চীন।

জানা গেছে, জে -২০ যুদ্ধবিমানকে হোতান বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। যুদ্ধবিমানকে লাদাখ ও তার আশেপাশের এলাকাতেও উড়তে দেখা গেছে।

এর আগেও এই বিমানঘাঁটিগুলিতে জে-২০ যুদ্ধ বিমান মোতায়েন করেছিল চিনা বাহিনী। কিন্তু কিছুদিন পর সেগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবার ফের মোতায়েন করা হল জে-২০।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২৯ ও ৩০ তারিখের মধ্যবর্তী রাতে লাদাখের প্যাংগং লেকের নতুন এলাকা দখল করতে এগিয়ে এসেছিল চীনা সেনারা। কোনোভাবেই চীনা সেনাদের দখলদারি মেনে নেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Leave a Reply