ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয়ে কিশোরীকে ভাইয়ের সামনে থেকে তুলে নিয়ে যৌন নিপীড়ন, ৩ বখাটে গ্রেফতার

ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয়ে এক কিশোরীকে তার ভাইয়ের সামনে থেকে তুলে নিয়ে যৌন পীড়নের অভিযোগে পুলিশ তিন বখাটেকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকালে এদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তারা হলো- আজিজ ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইমামুল হক মিরাজ, একই গ্রামের সুকমল চন্দ্র দে’র ছেলে জনি দে এবং উত্তর করিমপুর গ্রামের রহিমউল্লাহর ছেলে মিরাজ মাহমুদ নিরব।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ওই কিশোরী তার বড় ভাইয়ের সাথে কেনাকাটার জন্য পৌর শহরের বসুরহাট সড়কের সস্তা বাজারে যায়। এসময় ইমামুল হক মিরাজ তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করে ডাচ্ বাংলা ব্যাংক সংলগ্ন স্থানে নিয়ে যায়। পরে সে মোবাইল ফোনে তার আরো কয়েকজন সহযোগীকে ডেকে নেয়। তারা এসে পুলিশ পরিচয় দিয়ে ভাই-বোনকে আলাদা করে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে কিশোরীর মায়ের সাথেও ফোনে কথা বলে। ওই কিশোরীকে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে শ্রীধরপুর গ্রামের পল্লী বিদ্যুতের পুরাতন সাব-স্টেশনের কাছে নির্জন স্থানে নিয়ে যায়। পরে অপর সহযোগীদেরও সেখানে ডেকে নিয়ে কিশোরীকে যৌন নিপীড়ন করে। পরে রাত ১০টার দিকে কিশোরীকে মোটরসাইকেলে তুলে তাদের বাসার কাছে রেখে যায়।
কিশোরীর মায়ের অভিযোগ, মিরাজ, শান্ত, নিরব, তুহিন, জনি দে ও তাদের অজ্ঞাত দুই সহযোগী তার মেয়েকে যৌন নিপীড়ন করে।
তিনি এ ব্যাপারে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিরাজ, নিরব ও জনি দে-কে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।