ফেনীতে আবাসিক হোটেল থেকে ৮ রোহিঙ্গা গ্রেপ্তার
ফেনীতে আবাসিক হোটেল থেকে ৮ রোহিঙ্গা গ্রেপ্তার
ফেনী শহরের একটি আবাসিক হোটেল থেকে আটজন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে বলে রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২ ও মিডিয়া) মো. শহীদ উল্যাহ।
গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং আশ্রয়শিবিরের হামিদ হাসানের ছেলে আবদুস শুক্কুর (১৯), নুর আহম্মদের ছেলে আবদুল মন্নান (২০), কবির আহম্মেদের ছেলে এনামুল হক (২১), আব্দুস সালামের ছেলে মো. জামাল উদ্দিন (২২),বদি আলমের ছেলে সফি আলম (২৫), বালুখালী আশ্রয়শিবিরের আলী হোসেনের ছেলে নবী হোসেন (১৮), ফজল আহম্মদের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন (২১) ও আবু সৈয়দের ছেলে মোহাম্মদ ইলিয়াছ (৩০)।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকার শহীদ শহিদুল্লা কায়সার সড়কের ‘গোল্ড স্টার’ নামের একটি আবাসিক হোটেলে রোহিঙ্গা অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। তিন-চার দিন আগে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ও বালুখালী আশ্রয়শিবিরের কয়েকটি ব্লকের ৮ জন রোহিঙ্গা গোপনে ফেনী এসে ওই হোটেলে অবস্থান করার সত্যতা পায় পুলিশ। শুক্রবার আটজন রোহিঙ্গা যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি মো. নিজাম উদ্দিন আরও জানান, আটককৃত আট রোহিঙ্গা যুবক ফেনীতে আবাসিক হোটেলে অবস্থান করে শহরের বিভিন্ন স্পটে মাদকদ্রব্য কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছিলো। পরে তাঁদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশী নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় (অবৈধ অনুপ্রবেশ) মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।