ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি ডলার লোপাট
হ্যাকিংয়ের তদন্ত দাবি করলেন মার্কিন কংগ্রেস সদস্য
নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার হ্যাকিংয়ের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেসওম্যান ক্যারোলিন ম্যালোনি। ম্যালোনি নিউইয়র্কে ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য।
একটি প্রেস বিবৃতিতে তিনি বলেন, অপরাধীরা কিভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠানের সিস্টেম হ্যাক করলো সেই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। এতে ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত অর্থ হ্যাকিং এর মতো অপরাধ প্রতিরোধের একটি মানদণ্ড তৈরি করতে পারবে।
নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের প্রধান উইলিয়াম ডাডলির কাছে লেখা একটি চিঠিতে তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে তিনি কয়েকটি প্রশ্ন করতে চান। তিনি শুধুমাত্র সুইফট মেসেজিং নেটওয়ার্কের মাধ্যমে অন্যদেশের সেন্ট্রাল ব্যাংকের অর্থ ছাড় সঠিক কী না সেই বিষয়েও জানতে চাইবেন তিনি।