ফুটপাত দখলমুক্ত করতে জুনে অভিযান
২৮ মে, ২০১৫
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুনের ১ তারিখে গুলিস্তান এবং ১২ জুন ফার্মগেট এলাকা থেকে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করা হবে। যানজট একেবারে নিরসন করা যাবে না, তবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ নগর ভবনে মেয়র উইং কনফারেন্স রুমে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ডিটিসিএ পরিচালনা পরিষদের ষষ্ঠ সভায় তিনি এ কথা বলেন।
বিলবোর্ড অপসারণ করার মূল অভিযান ১ জুলাই থেকেই শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগে ফুটপাত এবং রাস্তা দখলমুক্ত করতে হবে। আর এ কাজ বাস্তবায়নে সিটি কর্পোরেশন যার প্রয়োজন অনুভব করবে তার সহায়তা নেয়া হবে।
মন্ত্রী বলেন, আগে আমি নিঃস্ব ছিলাম, এখন ঢাকার দুই মেয়র এবং চট্টগ্রামের মেয়রকে পেয়ে আমি আর একা নই। মেগা প্রকল্পের মতো যেকোনো প্রকল্পই বাস্তবায়ন করে গ্রীন এবং ক্লিন সিটি গড়ে তুলতে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়র সাঈদ খোকন এবং আনিসুল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম এম সিদ্দিক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মোঃ মারুফ হাসান প্রমুখ।