ফিলিস্তিনে বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল

07/10/2015 4:12 pmViews: 7

ফিলিস্তিনে বাড়ি গুঁড়িয়ে দিল ইসরাইল

 

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের দুটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে ইসরাইলের মন্ত্রীপরিষদ সাম্প্রতিক উত্তেজনা ও হামলার বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়ার পর এটাই প্রথম সামরিক অভিযান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে একরকম অস্থিরতা চলছে। এতে ইসরাইলি সেনারা কমপক্ষে ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর প্রতিবাদে ফিলিস্তিনিরাও পাল্টা আঘাত হানে। এ ঘটনায় ফিলিস্তিনে যখন তীব্র উত্তেজনা দেখা দিয়েছে ঠিক সেই সময়ে ইসরাইলের সেনারা দুটি বাড়ি গুঁড়িয়ে দিল। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে এ নিয়ে দূরত্ব বেড়ে গেছে। নতুন করে সহিংস হয়ে উঠেছে দুটি দেশই। এর আগেও ইসরাইলি সেনারা একই রকম অভিযানে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করেছে। তা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে রয়েছে হতাশা, ক্ষোভ। মঙ্গলবার ইসরাইলি সেনারা ফিলিস্তিনের তৃতীয় আরেকটি বাড়ির কক্ষগুলো সিল করে দিয়েছে। সপ্তাহান্তে ইসরাইলি সেনারা হত্যা করেছে দুই ফিলিস্তিনিকে। সোমবার গুলি করে হত্যা করেছে দুই কিশোরকে। তাদের একজনের বয়স ১৩ বছর। ইসরাইলের অভিযোগ তারা পাথর ছুড়েছে ইসরাইলি সেনাদের দিকে। এরপর ইসরাইলি সেনারা নাবলুসে একটি হাসপাতাল ঘেরাও করে। ইসরাইলি এক দম্পতিকে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করে এক ফিলিস্তিনিকে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দমনপীড়ন চালাতে আরও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। সোমবার তিনি বলেন, সন্ত্রাস ও উত্তেজনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। আমরা সবদিক থেকে অভিযান চালাচ্ছি। আমরা জটিল এক লড়াইয়ে অবতীর্ণ। তবে একটি বিষয় পরিষ্কার হতে হবে। তা হলো- আমরা বিজয়ী হচ্ছি। অনেক ফিলিস্তিনি বিশ্বাস করেন আল আকসা মসজিদে ইহুদিদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে ইসরাইল। মুসলিমদের কাছে অতি পবিত্র ওই মসজিদকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে দু’দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি।

Leave a Reply