ফিলিস্তিনিদের বাড়ি নির্মাণ বন্ধের নির্দেশ দিলো ইসরাইল
ফিলিস্তিনিদের বাড়ি নির্মাণ বন্ধের নির্দেশ দিলো ইসরাইল
ফিলিস্তিনের আরটাস গ্রামে স্থানীয়দের বাড়ি নির্মান বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল। বেথেলহাম জেলার দক্ষিণাঞ্চলীয় ওই এলাকায় যেসব ফিলিস্তিনি নতুন করে বাড়ি নির্মান করছে তাদেরকে এই নির্দেশ দেয়া হয়। ইসরাইলি কর্মকর্তা হাসান ব্রেইজাহ জানান, অন্তত ৬টি ফিলিস্তিনি পরিবারকে বাড়ি নির্মান বন্ধের নোটিস দেয়া হয়েছে। এসব বাড়ি নির্মান এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
খবরে জানানো হয়েছে, বেথেলহামে ইসরাইল নিয়মিত তার অবৈধ বসতি নির্মানের এলাকা বড় করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ মাসের শুরুতে নতুন করে ৪ হাজার বাড়ি নির্মানের অনুমোদন দেয়। একইসঙ্গে অন্তত ১২টি গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশও দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত প্রফেসর মাইকেল লিনক বলেন, ইসরাইল পশ্চিম তীর এবং গাজায় যে আচরণ করছে তা বর্ণবাদী। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনেই ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই আচরণ অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন, ১৯৬৭ সালের পর থেকে ইসরাইল যেসব ফিলিস্তিনি ভূমি দখল করেছে সেখান থেকে ৫০ লাখ মানুষ এখন রাষ্ট্রহীন অবস্থায় বাস করছে