ফিলিস্তিনিদের নিঃসঙ্গ হতে দেবে না মুসলিম বিশ্ব: এরদোগান

17/04/2016 5:14 pmViews: 8
ফিলিস্তিনিদের নিঃসঙ্গ হতে দেবে না মুসলিম বিশ্ব: এরদোগান

জাস্ট নিউজ –
 ঢাকা, ১৫ এপ্রিল (জাস্ট নিউজ) : ইস্তাম্বুল ঘোষণায় ফিলিস্তিন সম্পর্কে যৌথ প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে ইসলামি সম্মেলনে সংস্থার (ওআইসি) ত্রয়োদশ শীর্ষ সম্মেলন শেষ হয়েছে।

‘ইস্তাম্বুলে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছি তা শত কোটি মানুষের মনে আশার সঞ্চার করবে,’ সমাপনী ভাষণে বলছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ফিলিস্তিনিদের ওপর প্রস্তাব গ্রহণের প্রসঙ্গে এরদোগান বলেন, মুসলিম বিশ্ব কখনো ফিলিস্তিনি জনগণকে নিঃসঙ্গ হতে দেবে না।

১৯৬৯ সালে ৫৭ সদস্য বিশিষ্ট ওআইসি প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম তুরস্কে সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো। আগামী দুই বছরে সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে তুরস্ক।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সিরিয়া, ইয়েমেন, ফিলিস্তিন, ইরাক ও আজারবাইজান ইস্যু সর্বাধিক গুরুত্ব পায়।

ওআইসিকে ১৬ কোটি টাকা অনুদান

এদিকে শুক্রবার ওআইসিকে ২০ লাখ ডলার বা প্রায় ১৬ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন এরদোগান। ‘এই অর্থের মধ্যে ১৮ লাখ ডলার যাবে মহাসচিবের তহবিলে, ১ লাখ ডলার ব্যয় করা হবে মানবাধিকার কমিশনের জন্য এবং ১ লাখ ডলার দেয়া হবে ইসলামি ঐক্য তহবিলে,’ ঘোষণা করেন এরদোগান।

Leave a Reply