ফিলিস্তিনিদের চেয়ে ইহুদিদের শ্রেষ্ঠ বললেন আমিরাতের দাঈ ওয়াসিম ইউসুফ
ফিলিস্তিনিদের চেয়ে ইহুদিদের শ্রেষ্ঠ বললেন আমিরাতের দাঈ ওয়াসিম ইউসুফ
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক চুক্তির পর থেকেই ফিলিস্তিনিরা সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে নানাভাবে ক্ষোভ প্রকাশ করে আসছে। নিজের দেশের প্রতি ফিলিস্তিনিদের এই ক্ষোভ হজম করতে পারেননি আমিরাতের আলোচিত ধর্মীয় দাঈ শায়খ ওয়াসিম ইউসুফ।
তিনি এজন্য ফিলিস্তিন সরকার এবং দেশটির জনগণের কঠোর সমালোচনা করেছেন। তার দাবি, ফিলিস্তিনি মুসলিমদের থেকে ইহুদিরাই শ্রেষ্ঠ।
সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলের এক টুইটে ওয়াসিম ইউসুফ বলেন, ফিলিস্তিনি শাসকগোষ্ঠী সন্ত্রাসীদের রীতি অনুসরণ করছে; গোপনে তারা ঠিকই ইহুদীদের সঙ্গে হাত মেলায়, কিন্তু প্রকাশ্যে তাদের বদনাম করে।
ওয়াসিম ইউসুফ বলেন, যদি ফিলিস্তিনিরা যুদ্ধই চায়, তাহলে তারা রণাঙ্গনে বেরিয়ে পড়ুক। কেন তারা শান্তিকামীদের বদনাম রটাচ্ছে?
ওই টুইটে আরব আমিরাতের ক্রাউন প্রিন্স বিন জায়েদের ছবির সঙ্গে ফিলিস্তিনিদের অপানকর আচরণের একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে ওয়াসিম ইউসুফ লিখেছেন, তোমাদের কোন নৈতিকতা নেই, বাস্তবিকই তোমরা পূণ্যভূমি জেরুসালেম অধিকারের যোগ্যতা রাখো না, ইহুদিরা তোমাদের থেকে উত্তম।
ওয়াসিম ইউসুফের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। অনলাইনে সক্রিয়রা তাকে নিয়ে ট্রলে মেতে ওঠে; একজন রি-টুইট করে লিখেছেন, তাইলে আপনিই সাহস দেখিয়ে করে ইহুদিদের থেকে জেরুসালেম মুক্ত করুন, দেখা যাবে- কারা এই নগরীর অধিকারের যোগ্য!
তাছাড়া আরো অনেকে কুরুচিপূর্ণভাবে ওয়াসিম ইউসুফকে সম্মোধন করে মন্তব্য করছেন।
সূত্র: আল জাজিরা