ফিলিপাইনে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৯

19/10/2013 7:42 pmViews: 10

Philipines-accident-19-deadডেস্ক : ফিলিপাইনে তিনটি বাস ও চারটি ট্রাকের সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজধানী ম্যানিলা থেকে ৭৫ মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আতিমোনান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও অন্তত ৩৪ জন আহত হয়েছেন। খবর ডন অনলাইনের।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিধ্বস্ত বাস ও ট্রাকের পাশে রাস্তার ওপর ১০টি মৃতদেহ সারিবদ্ধভাবে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে।
আতিমোনানের পুলিশ কমান্ডার চিফ সুপারিন্টেন্ডেন্ট জমার ইউপিও বলেন, ‘আমরা ১৮টি মৃতদেহ উদ্ধার করেছি। অপর একটি দেহ ট্রাকের নিচে চাপা পড়েছে। সেটিও উদ্ধারের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, ম্যানিলাগামী একটি বাসের চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply