ফিলিপাইনে নির্বাচন পূর্ব সহিসংতায় নিহত ২২
ডেস্ক : ফিলিপাইনে সোমবারের গ্রাম্য প্রধান নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গত এক মাসে অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার এবিসি নিউজ জানায়, নিহতদের মধ্যে নির্বাচনী প্রার্থী এবং সমর্থক রয়েছে।
দেশটির পুলিশ বাহিনীর মূখপাত্র রিউবেন থিওডোর সিনদাক জানান, নির্বাচন পূর্ব সহিংসতায় সপ্তাহজুড়ে ২২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ৫৮৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া প্রায় ৫০০ আগ্নেয়াস্ত্র ও ৬৮ গ্রেনেড জব্দ করা হয়েছে।
ব্যারানগে নামে পরিচিত ফিলিপাইনের ৪২,০২৮ ক্ষুদ্র রাজনৈতিক গ্রাম্য ইউনিটে চেয়ারম্যানসহ অন্যান্য পদে ৮ লাখের বেশি প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
দেশটির উচ্চপর্যায়ে নির্বাচনে সচরাচর যেমন সহিংসতা হয়ে থাকে ২৮ অক্টোবরের নির্বাচনেও তেমনই সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
ডেস্ক : ফিলিপাইনে সোমবারের গ্রাম্য প্রধান নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গত এক মাসে অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার এবিসি নিউজ জানায়, নিহতদের মধ্যে নির্বাচনী প্রার্থী এবং সমর্থক রয়েছে।
দেশটির পুলিশ বাহিনীর মূখপাত্র রিউবেন থিওডোর সিনদাক জানান, নির্বাচন পূর্ব সহিংসতায় সপ্তাহজুড়ে ২২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ৫৮৮ জনকে আটক করা হয়েছে। এছাড়া প্রায় ৫০০ আগ্নেয়াস্ত্র ও ৬৮ গ্রেনেড জব্দ করা হয়েছে।
ব্যারানগে নামে পরিচিত ফিলিপাইনের ৪২,০২৮ ক্ষুদ্র রাজনৈতিক গ্রাম্য ইউনিটে চেয়ারম্যানসহ অন্যান্য পদে ৮ লাখের বেশি প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
দেশটির উচ্চপর্যায়ে নির্বাচনে সচরাচর যেমন সহিংসতা হয়ে থাকে ২৮ অক্টোবরের নির্বাচনেও তেমনই সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
– See more at: http://dailybartoman.com/index.php?page=details&nc=6&news_id=11172#sthash.tZP2fLmT.dpuf