ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি
বাংলাদেশ ব্যাংকের অর্থ হ্যাকিংয়ের অভিযোগে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) ব্যাংকের শাখা ব্যবস্থাপক (ব্রাঞ্চ ম্যানেজার) এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ী উইলিয়াম গো এর আইনজীবী। কারণ উইলিয়াম গোকেও এই অর্থ কেলেঙ্কারিতে জড়ানো হয়েছে।
এবিস-সিবিএন নিউজ চ্যানেলকে একথা জানান আইনজীবী রেমন এসগুয়েরা। সেঞ্চুরিটেক্স এর মালিক গো ছাড়াও আরও পাঁচজনকে এই হ্যাকিংয়ের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তার বিরুদ্ধে অভিযোগ আরসিবিসিতে করা তার একাউন্টের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের একাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়। এসগুয়েরা দাবি করেন, আরসিবিসির নথিতে গোয়ের স্বাক্ষরগুলো বানোয়াট এবং আরসিবিসির জুপিটার শাখায় তিনি কোনো একাউন্ট খোলেন নি।
ব্যাংকের ম্যানেজানর মায়া সান্তোম দেগুইতোর বিরুদ্ধে ভুয়া একাউন্ট খোলার অভিযোগ আনা হয়। এর আগে সংবাদমাধ্যমগুলো জানায়, চুরি করা ডলারগুলো পেসো মুদ্রায় রুপান্তর করে ফিরলেম নামক একটি ফার্মের মাধ্যমে অন্যান্য ব্যাংকে নেয়া হয়।