ফিরেই সালমান বাটের সেঞ্চুরি আসিফের ২ উইকেট
ফিরেই সালমান বাটের সেঞ্চুরি আসিফের ২ উইকেট
‘লর্ডস-গেট’ কলঙ্কের দুই খলনায়ক মাঠে ফিরেই দেখালেন দুর্দান্ত নৈপুণ্য। সালমান বাট করলেন দুর্দান্ত সেঞ্চুরি আর মোহাম্মদ আসিফ নিলেন ২২ রানে ২ উইকেট। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন পাকিস্তানের তিন ক্রিকেটার- সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আগেই ফিরেছেন তরুণ পেসার মোহাম্মদ আমির। ইতিমধ্যে ঘোরোয়া লীগ ও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) তৃতীয় আসরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। এতে আসন্ন নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে তাকে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ৫ বছর পর রোববার প্রথমবার মাঠে নামলেন স্পট ফিক্সিংয়ের নাটেরগুরু মনে করা সালমান বাট ও মোহাম্মদ আসিফ। পাকিস্তানের ন্যাশনাল ওয়ানডে কাপে তারা দু’জন খেলছেন একই দল- ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিতে (ওয়াপদা)। রেবাবার তারা ফেডেরালি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস’কে ক্লাবকে হারিয়েছে ১৪১ রানের বিশাল ব্যাবধানে। টস জিতে আগে ব্যাটে গিয়ে ওয়াপদা ৭ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সালমান বাট ও রাফাতুল্লাহ মোহামান্দ গড়েন ১১৫ রানের জুটি। রাফাতুল্লাহ ৫১ রানে ফিরলেও লিস্ট এ’র এ ম্যাচে সালমান বাট ১৪ চারে ১৪৩ বলে ঝকঝকে ১৩৫ রানে দারুণ এক ইনিংস খেলেন। ওয়াপদার এই রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ ৩৪.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয়। দলীয় মাত্র দ্বিতীয় রানের মাথায় প্রধম আঘাতটি হাঁনেন স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ থাকা পেসার মোহাম্মদ আসিফ। তিনি শেষ পর্যন্ত ৬ ওভারে ২২ রানে নেন ২ উইকেট।
তরুণ পেসার মোহাম্মদ আমিরের দলে ফেরা নিয়ে অনেক আলোচনা হয়েছে। পক্ষে-বিপক্ষে অনেক কথা হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়রা পর্যন্ত তার দলে অন্তর্ভুক্তির বিরোধিতা করে অনুশীলন ক্যাম্প বয়কট করেন । তবে পাকিস্তানের সাবেক খেলোয়াড়দের অধিকাংশ আমিরকে দলে ফেরানোর পক্ষে ছিলেন। বয়স কম অবস্থায় এমন ভুল করার সবাই তাকে ক্ষমা করার পক্ষে ছিলেন। এছাড়া তার নৈপুণ্যটাও ছিল নজরকাড়া। এবার সালমান বাট ও আসিফ দুর্দান্ত নৈপুণ্য দিয়ে প্রত্যাবর্তন শুরু করলেন। এমন ধারাবাহিকতা ধরে রাখলে তাদেরকেও কি ফের পাকিস্তান দলে ফেরানো হবে- প্রশ্ন এখন একটাই। তবে আমিরের সঙ্গের আচরণ এই দু’জনের সঙ্গে করার পক্ষের মানুষ খুব কম পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।