ফিরছেন সুমাইয়া শিমু

19/05/2015 12:58 pmViews: 8
ফিরছেন সুমাইয়া শিমু

একসময় টিভি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন সুমাইয়া শিমু। গেল দুই বছর টিভি নাটকে একেবারে অনুপস্থিত বলা চলে। অবশ্য মাঝে মধ্যে পুরনো শুটিংকৃত কোনো নাটক প্রচার হলে দেখা যায় তাকে। তবে নাটকে ইদানীং নিয়মিত হওয়ার চেষ্টা করছেন তিনি। সম্প্রতি ঈদের জন্য ছয় পর্বের একটি নাটকে অভিনয় করছেন তিনি। নাটকের নাম ‘শেষ অধ্যায়’। রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করছেন মিনহাজুল ইসলাম অভি। এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। এ নাটকে অভিনয় প্রসঙ্গে শিমু বলেন, ‘এ নাটকে আমি গ্রাম থেকে শহরে এসে এক বড় বোনের বাসায় আশ্রয় নেই। কিন্তু বড় বোন আমাকে খারাপ পথে নেয়ার চেষ্টা করে। অনেক সুন্দর গল্প। যথেষ্ট ভেরিয়েশন আছে। আশা করছি সবার পছন্দ হবে।’

Leave a Reply