ফিদেল ক্যাস্ত্রো ‘নিষ্ঠুর একনায়ক’ : ডোনাল্ড ট্রাম্প

27/11/2016 10:39 amViews: 4
ফিদেল ক্যাস্ত্রো ‘নিষ্ঠুর একনায়ক’ : ডোনাল্ড ট্রাম্প
 
ফিদেল ক্যাস্ত্রো 'নিষ্ঠুর একনায়ক' : ডোনাল্ড ট্রাম্প
কিউবার প্রয়াত নেতা ও বিশ্বে বিপ্লবীদের পথ প্রদর্শক খ্যাত ফিদেল ক্যাস্ত্রোকে ‘নিষ্ঠুর একনায়কতান্ত্রিক শাসক’ বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। ৯০ বছর বয়সী কিউবার এই নেতার মৃত্যুর কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন।
এ সময় ট্রাম্প আরো জানায়, এবার কিউবা একটি স্বাধীন ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারে।
১৯৫৯ সালে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে ক্যাস্ত্রো কিউবার ক্ষমতায় আসেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসার কারণে সর্বদাই বিশ্বের ক্ষমতাধর দেশটির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল ক্যাস্ত্রোকে। এর মধ্যে তাকে অসংখ্যবার হত্যার জন্যও চেষ্টা করা হয়। ক্যাস্ত্রো এক সময় মজা করে বলেছিল, হত্যাচেষ্টার শিকার হয়েও বেঁচে থাকার জন্য কোন স্বর্ণ পদক থাকলে আমি সেটা পেতাম।
ক্যাস্ত্রোর সমর্থকেরা সর্বদা বলে, তিনি বিপ্লবের মাধ্যমে কিউবার জনগণকে তাদের অধিকার ফেরত দিয়েছে। অন্যদিকে তার বিরোধীরা তাকে একনায়কতান্ত্রিক ও স্বেচ্ছাচারী শাসক হিসেবে মনে করে।
কিউবার স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো রাষ্ট্রীয় টেলিভিশনে ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর ঘোষণা দেন। বিবিসি।

Leave a Reply