ফাহিমের জন্য খালেদা জিয়ার মায়াকান্না কেন: প্রধানমন্ত্রী
মাদারীপুরে শিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় আটক ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে বন্দুযুদ্ধে নিহত হওয়ার পর বিএনপি চেয়ারপারম খালেদা জিয়ার ‘মায়াকান্না’র কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, মাদারীপুরে একজন শিক্ষককে হত্যার উদ্দেশে যে আঘাত করেছে জনগণ সাহসের সাথে আঘাতকারীকে ধরে ফেলেছেন। তাকে নিয়ে অভিযানের সময় বন্দুকযুদ্ধে সে মারা যায়। যে লোকটা একজন কলেজ শিক্ষককে মারতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা পড়ে, তার জন্য খালেদা জিয়ার এতো মায়া-কান্না? তার মানে কি দাঁড়াচ্ছে। হাঁড়ির ভাত সিদ্ধ হলো কি না একটা টিপলেই বুঝা যায়। এই একটা ঘটনা থেকেই বুঝা যায় গুপ্তহত্যার সাথে যে তার সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যেভাবে পুড়িয়ে মানুষ হত্যা করেছে এর চেয়ে বড় সন্ত্রাসী কাজ আর কি হতে পারে। এর পর গুপ্তহত্যা যেটা আমরা আগেই সন্দেহ করেছিলাম হঠাৎ কেন এ গুপ্তহত্যা। তিনি বলেন, প্রকাশ্যে মানুষ হত্যা করে তারা যখন জনগণের রুদ্ররোষে শিকার হয়েছে তখন গুপ্তহত্যা করে তারা দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে।
তিনি বলেন, রোজা রমজানের দিন আমরা ইফতার পার্টিতে গিয়ে আল্লাহ রসূলের নাম নেই। আর খালেদা জিয়া প্রতিদিন ইফতার পার্টিতে গিয়ে নতুন নতুন গিবত গাওয়া, মানুষের বদনাম করা, মিথ্যা ও অসত্য কথা বলে যাচ্ছেন। আমি এর বেশি কিছু বলতে চাই না। জনগণই এর বিচার করবে।-বাসস।