ফারহাদির জন্য নিয়ম পরিবর্তন করলো অস্কার

27/02/2017 11:06 amViews: 8
ফারহাদির জন্য নিয়ম পরিবর্তন করলো অস্কার
 
ফারহাদির জন্য নিয়ম পরিবর্তন করলো অস্কার
কারো পক্ষ হয়ে পুরস্কার গ্রহণ করার নিয়ম ছিলো না অস্কারে। কিন্তু আসগার ফারহাদির ক্ষেত্রে নিয়মের পরিবর্তন ঘটালো একাডেমি কর্তৃপক্ষ। দ্য সেলসম্যান ছবির জন্য অস্কার জেতেন ফারহাদি। তবে ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি এই ইরানিয়ান চিত্র নির্মাতা।
তাই তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ইরানিয়ান-আমেরিকান আনুশেহ আনসারি। তিনি বলেন, ফারহাদির জন্য এই অভিজ্ঞতা খুবই কষ্টের ছিলো। নাসার বিজ্ঞানী ফিরুজ নাদেরিও তখন উপস্থিত ছিলেন। তিনি বলেন, যখন আপনি আদর্শে অটল থাকবেন তখন অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
অাসগার ফাহাদী নিজে উপস্থিত থাকতে না পারলেও পাঠিয়েছেন বার্তা। সেখানে তিনিও এই পুরস্কার উৎসর্গ করেছেন অভিবাসীদের।

Leave a Reply