ফাইনালে সেই চিলিকেই পেলো আর্জেন্টিনা

23/06/2016 11:04 amViews: 7

ফাইনালে সেই চিলিকেই পেলো আর্জেন্টিনা

 

ফের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও চিলি। আসরের প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে উড়িয়ে আগেরদিন ফাইনালের টিকিট কাটে লিওনেল মেসি। আর আজ দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে তাদের সঙ্গী হলো চিলি। গত বছরও এই দু’টি দল কোপার ফাইনালে খেলেছিল। সেবার শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায় চিলি। এবারও যোগ্য দল হিসেবে সেই দু’টি দলই ফাইনালে উঠেছে। সোমবার সকালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে তারা। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন চিলি। সপ্তম মিনিটে চিলিকে এগিয়ে দেন মারিয়ানো আরাঙ্গুইজ। এর চার মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো ফানজালিদা। শুরুতে এমন কোণঠাসা অবস্থায় পড়ে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি ২০০১ সালের শিরোপাজয়ী কলম্বিয়া। চিলি এর আগে একমাত্র শিরোপা জেতে গত বছর। আর ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা দ্বিতীয় সর্বোচ্চ ১৪বারের শিরোপাজয়ী। এবার জিতলে সর্বোচ্চ ১৫বারের শিরোপাজয়ী উরুগুয়েকে স্পর্শ করবে তারা।

Leave a Reply