ফাইনালে মোহাম্মদ সালাহর মিশর
ফাইনালে মোহাম্মদ সালাহর মিশর
সেমিফাইনালে বুরকিনা ফাসোর বিপক্ষে টাইব্রেকারে জয় নিয়ে শিরোপা স্বপ্ন ধরে রাখলো আসরের অন্যতম ফেভারিট মিশর। আফ্রিকা নেশন্স কাপে বুধবার প্রথম সেমিফাইনালের ১২০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় কুড়ায় নেশন্স কাপে সর্বাধিক ৭ বারের চ্যাম্পিয়ন মিশর। ম্যাচের ৬৬তম মিনিটে ইংলিশ ক্লাব চেলসির সাবেক ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় ইজিপশিয়ানরা। ৭৩তম মিনিটে আরিস্টাইড বান্সের গোলে সমতায় ফেরে প্রথমবারের মতো নেশন্স কাপের সেমিফাইনালের গেীরব কুড়ানো বুরকিনা ফাসো। চলতি আফ্রিকা নেশন্স কাপে মিশরের জালে এটি ছিল প্রথম গোল। সেমিফাইনালে মাঠের খেলায় অপেক্ষাকৃত উজ্জবল নৈপুণ্য দেখানো বুরকিনা ফাসো সাফল্য নিয়ে এগিয়ে যায় টাইব্রেকারেও । ২০ বছর বয়সী গোলরক্ষক হার্ভ কোফি দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দেন মিশরী তারকা আবদুল্লাহ আল সাঈদের শট। তবে পরে মিশরের বর্ষীয়ান গোলরক্ষক ইসাম আল হাদারি রুখে দেন বুরকিনা ফাসোর দুটি স্পট কিক। এবারের আফ্রিকা নেশন্স কাপের দ্বিতীয় সেমিফাইনালে লড়াই ক্যামেরুন-ঘানার।