ফাইনালে মুস্তাফিজের দল

28/05/2016 5:32 pmViews: 8

ফাইনালে মুস্তাফিজের দল

 

ডেভিড ওয়ার্নারের দারুণ ব্যাটিংয়ে ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে উঠে গেল সানরাইজার্স হায়দারাবাদ। শুক্রবার রাতে দিল্লিতে মুস্তাফিজকে ছাড়াই তার দল জিতেছে চার উইকেটের ব্যবধানে। হালকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে পারেন নি বাংলাদেশী পেসার মুস্তাফিজ। গুজরাট লায়ন্সের করা ১৬২ রান হায়ঢদারাবাদ টপকায় চার বল হাতে রেখেই। রোববার বেঙ্গালুরুতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে লড়বে শিরোপা লড়াইয়ে। অধিনায়ক ওয়ার্নার অনেকটা একাই দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন ৯৩ রানের হার না মানা ইনিংস খেলে। ৫৮ বলে তিনি এ রান করেন তিন ছক্কা ও ১১ চারের মারে।  অপর প্রান্তে বিপুল শর্মাও সপ্তম উইকেটে চমৎকার সাহচর্য দেন ওয়ার্নারকে। ১১ বলে ২৭ রান করার পথে তিনটি ছক্কাই হাঁকান তিনি। টসেও জিতেছিলেন ওয়ার্নার আর ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন সুরেশ রায়নার দলকে। তাদের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন আরেক অস্ট্রেলিয়ান আরন ফিঞ্চ। এ নিয়ে এ আসরে তিনবারই ওয়ার্নারের কাছে হারলো রায়নার দল।

Leave a Reply