ফাঁস হবে মানুষের গোপন তথ্য!
নিউজ 7বিডি প্রতিবেদক •
মানুষ তার গোপন বিষয় গোপনেই রাখতে চায়। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) মানুষের গোপন বিষয় খতিয়ে দেখার জন্য গোপনে তৈরি করছে একটি কম্পিউটার। যা খুব সহজেই মানুষের গোপন কোড ভাঙতে সক্ষম হবে। ফলে এতে ফাঁস হয়ে যাবে মানুষের গোপন তথ্য।
সম্প্রতি ব্যাংকের তথ্য ও ই-মেলের গোপন কোড ভাঙতে সক্ষম কোয়ান্টাম কম্পিউটার তৈরির চেষ্টা করছে এনএসএ।
ওয়াশিংটন পোস্টের বরাত দিয়ে ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন পোস্ট মূলত এনএসএ’র সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা বিভিন্ন নথি যাচাই করে কোয়ান্টাম কম্পিউটারের এ তথ্য ফাঁস করেছে।
তথ্যে জানানো হয়েছে, কোয়ান্টাম কম্পিউটারটি তৈরি করা হচ্ছে মূলত অনলাইনে এনক্রিপ্ট করে রাখা সুরক্ষিত স্বাস্থ্য, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন দেশের সরকারি তথ্য সংগ্রহের জন্য।
এনক্রিপ্টেড কোড সাধারণ কম্পিউটার ব্যবহার করে ভাঙতে গেলে কয়েক লাখ বছর লেগে যেতে পারে৷ কিন্তু এনএসএ’র কোয়ান্টাম কম্পিউটার এনক্রিপ্টেড কোড ভেঙে যেকোন তথ্য দ্রুত উদ্ধারে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে৷
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত গতির কম্পিউটার তৈরির এই গবেষণার পেছনে বিপুল অর্থ খরচ করা হচ্ছে৷ এনএসএ-র ৭৯ দশমিক সাত মিলিয়ন ইউরোর ‘কঠিন লক্ষ্যে আঘাত’ প্রকল্পের অংশ হিসেবে এটা করা হচ্ছে৷
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজ্ঞানী সম্প্রদায়ের অনেকেই দীর্ঘদিন ধরে কোয়ান্টাম কম্পিউটার তৈরির সুযোগ খুঁজছেন৷ এই কম্পিউটার একসাথে অনেক হিসাব কষতে পারবে, সাধারণ কম্পিউটারে যা সম্ভব নয়৷ আর বিজ্ঞানীদের এড়িয়ে এনএসএ’র পক্ষে এমন কম্পিউটার তৈরি সম্ভব নয় বলেই মনে করছেন এক বিশেষজ্ঞ।