ফাঁসির আসামি ছিনতাইয়ের ঘটনা অনভিপ্রেত: আইজিপি

23/02/2014 7:20 pmViews: 3

ফাঁসির আসামি ছিনতাইয়ের ঘটনা অনভিপ্রেত: আইজিপি
সিলেট :  ময়মনসিংহের ত্রিশালে হামলা করে ফাঁসির আসামি তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেয়ার প্রতিক্রিয়ায় পুলিশের আইজিপি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ঘটনাটি অনভিপ্রেত, দু:খজনক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

রোববার সকালে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নতুন আঙ্গিকে নির্মিত সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ খন্দকার বলেন, দেশের জঙ্গিবাদ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আল কায়েদার হুমকির মোকাবেলায় দেশের জনগণকে নিয়ে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ময়মনসিংহের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আইজি বলেন, বিশ্বকাপের ভেন্যুগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু হচ্ছে সিলেট। এখানকার আইনশৃঙ্খলার প্রস্তুতি দেখে আমি খুবই সন্তুষ্ট। আশা করি সিলেটে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে।

Leave a Reply