ফাঁদে পড়ে নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি দেখা করেছে: হাছান মাহমুদ
ফাঁদে পড়ে নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি দেখা করেছে: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছে ও অভিনন্দন জানিয়েছে। তাদের এই দেখা করা ও অভিনন্দন হচ্ছে বগা ফাঁন্দে পড়লে যেমন কাঁদে তেমন। তারা মূলত ফাঁদে পড়েছে।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিএনপি ভারত মুখী কেন? শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আসলে ভারতমুখী নয়। বিএনপি এখন নিজেকে রক্ষা করার জন্য আরও অনেকের পায়ে ছুঁয়ে প্রণাম করবে। এতে কোন লাভ হবে না। বগা ফাঁন্দে পড়লে কান্দে তেমনি বিএনপি ফাঁদে পড়েছে অনেকের কাছে কাঁদবে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এটি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানাসহ আরও অনেকে।
হাছান মাহমুদ বলেন, আমি ৫ তারিখে নয়া দিল্লীতে ছিলাম। ঐখানে একজন আমাকে জিজ্ঞেস করলো, ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিএনপি-জামায়াত অভিনন্দন জানিয়েছে আপনি কি মনে করেন? এটা রিয়্যাল না ট্যাকটিক্যাল? আমি বললাম আপনার প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে।
তিনি বলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিতের কথা বলেছি। এর উত্তরে ভারতীয় প্রধানমন্ত্রী কি বলেছে তার উত্তর না দিয়ে তিনি বলেন ভারতের পররাষ্ট্র সচিবের সংবাদ সম্মেলন করবেন তার কাছ থেকে জেনে নিয়েন। ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের সঙ্গে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলেছেন আমরা জঙ্গীবাদ-সন্ত্রাস পছন্দ করি না। অথাৎ আপনারা যে জঙ্গীদের সঙ্গে জোট করে নিজেরাও জঙ্গী হয়ে গেছেন। বিএনপি যতই দেখা করুক এই পথ না ছাড়লে আপনার কোন গতি নেই।
এ সময় বিএনপি আন্তর্জাতিক ভাবে প্রতারক দলে রূপান্তর হয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনারা যতই দেখা করে অনুনয়-বিনয় করুন কোন লাভ হবে না। বিজেপি প্রধানের সঙ্গে যতই কথা বলেন আপনারা (বিএনপি) আন্তর্জাতিক ভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বিজেপি প্রধানের সঙ্গে কথা না বলে কথা হয়েছে বলে ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ৬ জন কংগ্রেস ম্যানের সই জাল করে নিজেদের নামে চালিয়ে দেন।