ফরিদপুরে গুলিতে যুবদলকর্মী নিহত
ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় পুলিশের সঙ্গে বিএনপির সংষর্ঘে যুবদলকর্মী মারুফ শেখ নিহত হয়েছেন। এসময় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকাল সাড়ে আটটার দিকে বিএনপি হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে মারুফ শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় গৃহবধূ ফাতেমা ঘরের জানালা বন্ধ করতে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। এছাড়া গুলিবিদ্ধ হরতাল সমর্থক বাদলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। আভ্যন্তরীণ ও দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা খোলা থাকলে ও উপস্থিতির সংখ্যা অনেক কম।