ফরাসি প্রেসিডেন্টদের নজরে রাখত যুক্তরাষ্ট্র

25/06/2015 12:20 pmViews: 3
ফরাসি প্রেসিডেন্টদের নজরে রাখত যুক্তরাষ্ট্র

২৫ জুন, ২০১৫

ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর গোয়েন্দাগিরি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)। ২০০৬-১২ সাল পর্যন্ত জ্যাক শিরাক, নিকোলাস সারকোজি ও ফ্রাঁসোয়া ওলান্দের ওপর এ নজরদারি চলে। মঙ্গলবার বিশ্বের সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস প্রকাশিত এক বিবৃতিতে এমন দাবি করা হয়েছে।

এনএসএ’র গোপন গোয়েন্দা প্রতিবেদন ও কৌশলগত নথির বরাত দিয়ে ফ্রান্সের তিন প্রেসিডেন্টের ওপর মার্কিন নজরদারির তথ্য দিয়েছে উইকিলিকস। তবে উইকিলিকসের নথির যথার্থতা নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র। ওলান্দ ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট। ২০১২ সাল থেকে এ পদে আছেন তিনি। সারকোজি ২০০৭-১২ এবং শিরাক ১৯৯৫-২০০৭ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন।

উইকিলিকস প্রকাশিত তথ্য আলোচনা করতে বুধবার প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেছেন ফরাসি প্রেসিডেন্ট ওলান্দ। তার এক সহযোগী এ তথ্য জানিয়েছেন।

জার্মান চ্যান্সেলর আঞ্জেলা মার্কেলের ওপরও এনএসএ নজরদারি করেছিল বলে ২০১৩ সালে অভিযোগ ওঠে। তখন এ নিয়ে তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। উইকিলিকস মঙ্গলবার জানায়, তারা ‘এসপিওনাজ এলিসি’ শিরোনামে তথ্য প্রকাশ করতে শুরু করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদের নাম এলিসি। উইকিলিকসের দাবি, ওই তিন প্রেসিডেন্ট ছাড়াও ফরাসি মন্ত্রিসভার সদস্য ও যুক্তরাষ্ট্রে ফরাসি রাষ্ট্রদূতের যোগাযোগের ওপর এনএসএ’র সরাসরি নজরদারি থেকে ওইসব নথি পাওয়া গেছে।

উইকিলিকসের প্রকাশ করা এ-সংক্রান্ত নথি ফ্রান্সের পত্রিকা লিবারেশন ও অনুসন্ধানী ওয়েবসাইট মিডিয়াপার্ট প্রকাশ করছে।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, ‘ফরাসি জনগণের জানার অধিকার আছে, তাদের নির্বাচিত সরকার কথিত এক মিত্রের বৈরী নজরদারির শিকার।’ এ বিষয়ে শিগগিরই আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হবে বলে জানিয়েছেন অ্যাসাঞ্জ। এএফপি।

Leave a Reply