ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বটতলায় বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত ও আরো চারজন আহত হয়েছেন। হতাহতরা গার্মেন্টের শ্রমিক বলে জানা গেলেও তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিল্পাঞ্চলখ্যাত ফতুল্লার বিভিন্ন এলাকার গার্মেন্ট শ্রমিকেরা সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের উপর দিয়ে কর্মস্থলে যাচ্ছিল। সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যাওয়ার সময় একটি ট্রেন কোন হর্ন না দেয়ায় ট্রেনের নিচে কাটা পড়ে নারীসহ ছয়জন। তাদের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ও আহতরা সকলেই বিভিন্ন গার্মেন্টের শ্রমিক জানা গেলেও তাদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই মোহাম্মদ জিন্নাহ জানান, দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে পুলিশ যাওয়ার আগেই লোকজন লাশ নিয়ে গেছে।
নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কুদ্দুস মিয়া জানান, ঘটনা শুনেছি। তবে লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।