ফখরুল আব্বাসদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ জুলাই

29/06/2015 2:15 pmViews: 7

ফখরুল আব্বাসদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ জুলাই

২৯ জুন ২০১৫,সোমবার, ১১:৩৭

 

 

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া আজ আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল আজ। মির্জা ফখরুল ও গয়েশ্বরকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

Leave a Reply