ফখরুলসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি ৯ মার্চ

29/12/2015 2:24 pmViews: 12
ফখরুলসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি ৯ মার্চ
 
ফখরুলসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ শুনানি ৯ মার্চ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার একটি মামলায় অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি চলাকালে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ওই মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই দিন ধার্য করে দেন।
মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ জানান, মামলাটিতে মঙ্গলবার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌরসভার নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেন নি। সে কারণে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৯ মার্চ দিন ধার্য করেন।

Leave a Reply