ফখরুলসহ বিএনপির ছয় নেতার জামিন

29/11/2019 11:31 amViews: 4

ফখরুলসহ বিএনপির ছয় নেতার জামিন

হাইকোর্টের সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র চার নেতা।  গতকাল বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তাদের ৮ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। জামিন প্রাপ্ত অন্য নেতারা হলেন, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে মির্জা ফখরুলদের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট ফজলুর রহমান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।

এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আবু সাঈদের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে আদালতে বিএনপি নেতা মেজর হাফিজ ও খায়রুল কবির খোকনের রিমান্ড আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন। পরে আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।

আদালতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও খায়রুল কবির খোকনের পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মোস্তফা আহমেদ খান। এর আগে খায়রুল কবির খোকনকে সকাল সোয়া ১০টায় ও দুপুর দেড়টার দিকে হাইকোর্ট এলাকা থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।

গত ২৫শে নভেম্বর, মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিএনপি নেতা-কর্মীরা। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতা-কর্মীরা রাস্তায় গাড়িও ভাঙচুর করে। ওই ঘটনায় রাতে দলটির কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে শাহবাগ থানা পুলিশ। মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply