ফখরুলকে আত্মসমর্পণের নির্দেশ

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে ফখরুলের করা আবেদন নামঞ্জুর করে আদালত এ নির্দেশ দেন। একইসঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে ফখরুল ইসলাম আলমগীরের মামলায় হাইকোর্টে দেওয়া রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান মির্জা ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।
তিনি বলেন, নিম্ন আদালতে আত্মসমর্পণ না করলে হাইকোর্টের জারি করা রুলের বিষয়ে শুনানি করা যাবে না। অর্থাৎ মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করতে হচ্ছেই।
ফখরুলের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন ও সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন।
গত ২৮ অক্টোবর গাড়ি পোড়ানো ও নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে সুপ্রিমকোর্টে আট সপ্তাহ সময়ের প্রার্থনা করেছিলেন বিএনপির এই নেতা।
প্রসঙ্গত, রাজধানীর পল্টন থানার তিন মামলায় গত ২১ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে গেলে আদালত পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়। সেই মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে সোমবার আপিল বিভাগ ফখরুলের জামিন বহাল রাখেন। পল্টন থানার এই তিন মামলায় ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে মির্জা ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।