‘প্রয়োজনে ভাইবার-হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে’

11/11/2015 7:04 pmViews: 21
‘প্রয়োজনে ভাইবার-হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে’

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাইবার ক্রাইম বন্ধে কিছুদিনের জন্য ভাইবার ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো বন্ধ রাখার পরিকল্পনা সরকারের রয়েছে।

বুধবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সংসদ সদস্য হাজী মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। তাই সন্ত্রাসী জঙ্গিদের ধরতে প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপসগুলো বন্ধ করা হবে।

তিনি বলেন, দেশের সকল নাগরিকদের আহ্বান জানাচ্ছি- যারা সাইবার সন্ত্রাসে লিপ্ত এবং যারা বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাদের যাকে যেখানে পাবেন, ধরিয়ে দেবেন।

এ বিষয়ে গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার জন্য যে যে পদক্ষেপ নেয়া দরকার তা আমরা নেবো।

প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের সন্ত্রাস করছে তাদের পরিচয় কী? তারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, জামায়াত-শিবির-বিএনপি। তারা একের পর এক ঘটনা ঘটাচ্ছে। ধরা পড়লেই তাদের পরিচয় পাওয়া যাচ্ছে।

এ সময় নাশকতার মামলায় জামিন দেয়ার ক্ষেত্রে অপরাধের মাত্রা বিবেচনা করে দেখতে বিচারকদের প্রতি অনুরোধ জানান তিনি।

Leave a Reply