প্রয়োজনে প্রধানমন্ত্রীর পদে ফিরবেন মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, প্রয়োজন হলে তিনি আবার প্রধানমন্ত্রী পদে ফিরবেন। গতকাল মঙ্গলবার ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ৯১ বছর বয়সী মাহাথির বলেন, আগামী বছরের নির্বাচনের পর যদি গ্রহণযোগ্য কোনো প্রার্থী না পাওয়া যায় তাহলে তিনি প্রধানমন্ত্রী পদে ফিরে আসার বিষয়টি বিবেচনা করবেন। খবর চ্যানেল নিউজএশিয়ার
মাহাথির মোহাম্মদ দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে তিনি অবসরে যান। কিন্তু এখনো মালয়েশিয়ানদের মধ্যে তার প্রভাব অক্ষুন্ন রয়েছে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সমালোচনা করে আসছেন। নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, যদিও তিনি বারবার অস্বীকার করেছেন। প্রধানমন্ত্রী নাজিব প্রশাসনে তার সমালোচকদের সরিয়ে দিয়েছেন। তার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদও হয়েছে। প্রতিবাদে মাহাথির মোহাম্মদও অংশ নিয়েছেন। মাহাথির বলেন, তিনি ফের প্রধানমন্ত্রী হতে চান না। কিন্তু আগামী বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিরোধীদের নেতৃত্ব দেবেন যদি সব দল সম্মত হয়। আর যদি বিরোধী দল জয়ী হয় তাহলে অন্য কোনো প্রার্থী না পাওয়া গেলে প্রধানমন্ত্রী পদে তিনি আবার বসবেন। তবে প্রধান শর্ত, সবাইকে একমত হতে হবে।