প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দেয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন
প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন দেয়া ব্যবসায়ী গাজী আনিস মারা গেছেন
সোমবার (০৪ জুলাই) বিকালে ঋণের দায়ে নিজের গায়ে আগুন দেন তিনি। দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ আইউব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রেসক্লাব থেকে দগ্ধ অবস্থায় আসা গাজী আনিস শেখ হাসিনা জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৫ জুলাই) ভোর সোয়া ৬টার দিকে মারা যান। তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।