প্রেসিডেন্টের হাতে ১০ নাম, শিগগিরই ইসি গঠন

24/02/2022 8:47 pmViews: 8

প্রেসিডেন্টের হাতে ১০ নাম, শিগগিরই ইসি গঠন

পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য ১০ জনের নামের তালিকা প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছে সার্চ কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কমিটির সদস্যরা বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে নামের তালিকা জমা দেন। অসুস্থতার কারণে সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গভবনে যেতে পারেননি। সাক্ষাতের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রাত আটটার দিকে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন।  সেখানে তিনি বলেন, খুব শিগগিরই প্রেসিডেন্ট নির্বাচন কমিশনের জন্য ৫ জনকে মনোনয়ন দেবেন এবং গেজেট প্রকাশ করা হবে। প্রেসিডেন্টের কাছে জমা দেয়া ১০ জনের নাম প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নাম প্রকাশ করা হবে না।

Leave a Reply