প্রেসক্লাবে অবৈধ লেনদেন হচ্ছে: শওকত মাহমুদ
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের নিচতলায় আয়োজিত এক প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেছেন।
শওকত মাহমুদ বলেন, জাতীয় প্রেসক্লাবে এখন অবৈধভাবে টাকা লেনদেন করা হচ্ছে। এসব যারা করছে তারা সাংবাদিকতার জন্য কলঙ্ক। সদস্যদের দাবি একটাই, কোনভাবেই এই অবৈধ কমিটিকে প্রেসক্লাব চালাতে দেয়া যায় না।
তিনি বলেন, ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন ও তিন সিটিতে ভূয়া নির্বাচন করার জন্য যদি শেখ হাসিনাকে দেশরতœ উপাধি দেয়া হয় তাহলে যারা অবৈধভাবে এই প্রেসক্লাব দখল করেছে তাদেরকে ডাকাতরতœ দেয়া উচিৎ।
সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী বলেন, জাতীয় প্রেসক্লাবে এখন রাতের অন্ধকারে মদের আসর বসানো হচ্ছে। এটা হতে দেয়া যায় না । এই অবৈধ কমিটি যা করছে তার প্রতিটা কাজের হিসেব নেয়া হবে।
গাজী বলেন, ‘আমাদের হতাশ হওয়ার কিছুই নেই, হতাশ হবে তারা যারা অবৈধভাবে এই প্রেসক্লাব দখল করেছে। আমাদের সঙ্গে প্রেসক্লাবের সকল সদস্য আছে। আর ক্লাবের সদস্যরা কোনভাবেই এই অবৈধ কমিটিকে মেনে নেয়নি।
তিনি বলেন, জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য। এই দখলদারদের হঠানোর জন্য আমরা জীবনের শেষ রক্ত বিসর্জন দিতেও প্রস্তুত আছি।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সর্ব শেষ নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা শহিদুল ইসলাম ও শাহাদৎ হোসেন খান।