প্রিয়াঙ্কাকে খলনায়িকা হিসেবে বেশি মানায়’
বলিউডবাসীর মন জয় করেছিলেন ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হওয়ার মধ্য দিয়ে। একের পর এক হিট ছবি উপহার দিয়ে সাফল্য পেতে থাকেন। সেই সাফল্যে হলিউডে কোয়ান্টিকো সিরিজে অভিনয় করলেন। এখন শোনা যাচ্ছে তিনি ‘বেওয়াচ’ নামে একটি হলিউডের ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
২০১৭ সালে মে মাসের দিকে ছবিটি মুক্তি পেতে পারে। নব্বইয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ বেওয়াচ অবলম্বনে তৈরি হচ্ছে ‘বেওয়াচ’ ছবি। পরিচালনা করবেন সেথ জর্ডন। ২০০৯ সালে পিঙ্ক প্যান্থার টু ছবিতে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া রায়কে। তার সাত বছর পর ফের কোনও বলিউড অভিনেত্রীকে দেখা যাবে হলিউড ছবিতে।