প্রিয়জনকে কাছে পাবার সুযোগে উৎফুল্ল প্রবাসীরা
রিয়াদ : বিশেষ কিছু শর্তে সৌদি আরবে অবস্থানরত অন্যদেশের শ্রমিকদের পরিবারকে ভ্রমণ ভিসায় স্থায়ী ভাবে বসবাসের সুযোগ দেয়ার কথা জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগের মুখপাত্র কর্নেল মোহাম্মদ আল-হুসাইন।
এ সুযোগের আওতায় প্রবাসীরা তাদের স্ত্রী-সন্তান, মা-বাবাকে ভ্রমণ ভিসায় এনে স্থায়ী ভাবে বসবাস করতে পারবে। আল-হুসাইন আরও জানিয়েছেন, পাশাপাশি যাদের ভ্রমণ ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারাও ভিসা নবায়নের সুযোগ পাবেন।
ভ্রমণ ভিসায় স্থায়ী ভাবে বসবাসের সুযোগের জন্য সৌদি আরবের পাসপোর্ট অফিসের লিগ্যাল অ্যান্ড স্টাডি বিভাগে নির্দেশনাও দেওয়া আছে। প্রয়োজনীয় কাগজপত্র এবং শর্তগুলো পূরণ করলে যে কেউ ভ্রমণ ভিসায় পরিবারের সদস্যদের এনে তাকে স্থায়ী ভিসায় রূপ দিতে পারবে।
এর আগে সৌদি আরবে ভ্রমণ ভিসায় অনেক প্রবাসী তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে এলেও স্থায়ী ভাবে বসবাসের সুযোগ ছিলনা।
সৌদি গণমাধ্যমে স্থায়ী ভাবে বসবাসের সুযোগের খবর জানতে পেরে চট্টগ্রামের সৌদি প্রবাসী মিনহাজ বলেন, অনেক ভাল লাগছে। বারবার আসা-যাওয়ার কারণে বাচ্চাদের পড়ালেখার সমস্যা হচ্ছিল। এখন আর সে সমস্যাটা থাকলনা।
জেদ্দার আহসান উল্যাহ বলেন, সঠিক নির্দেশনা না পাওয়ায় বিগত এক বছর ধরে অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিলাম না। এবার যেহেতু পাসপোর্ট অফিসের লিগ্যাল অ্যান্ড স্টাডি বিভাগে সৌদি সরকারের স্পষ্ট নির্দেশনা আছে, আশাকরি অচিরেই মা-বাবার জন্য ভিসা পাব।