‘প্রার্থী দেখে ভোট দিলে দেশে গণতন্ত্রের সঠিক নেতৃত্ব ফিরবে’
প্রতিবেদক : দল ও মার্কার পরিবর্তে প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিলে দেশে গণতন্ত্রের সঠিক নেতৃত্ব ফিরে আসবে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
বৃহষ্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় পার্টি।
সংবিধান প্রণেতাড. কামাল বলেন, দেশের শীর্ষ দুই রাজনৈতিক দল মনে করে তাদের বিকল্প নেই। এটা আসলে জনগণের প্রতি তাদের আস্থাহীনতা।
প্রার্থী মনোয়নে রাজনৈতিক দলগুলো বাণিজ্য করছে- এমন অভিযোগ করে তিনি বলেন, রাজধানীতে আগে মনোয়ন পেতে পাঁচ কোটি টাকা ব্যয় হতো; এখন ১৫ কোটি ব্যয় হয়। জনগণের টাকায় নির্বাচন বন্ধ করতে হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদের সমালোচনা করে ড. কামাল হোসেন বলেন, এই অনুচ্ছেদের ফলে সংসদ সদস্যরা সংসদে নিজের দলের বিরুদ্ধে কথা বলতে পারেন না। অথচ গণতন্ত্রের কাজ হলো ঐকমত্য তৈরি করা। কিন্তু এখন যা হচ্ছে তাতে সংসদ সদস্যদের হাত তুলে সমর্থন দেয়া ছাড়া কিছু করার থাকে না। এই অবস্থা ভয়াবহ স্বৈরতন্ত্র উত্থানের আলামত।
বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা ডা. এম এ মুকিতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সায়ীদ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব বি এম নাজমুল হক প্রমুখ।